বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

খেলাধুলার বিবিধ December 4, 2019 923
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা

৮ ডিসেম্বর বর্ণাঢ্য এক অনুষ্ঠানের ভেতর দিয়ে উদ্বোধন হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ভারতীয় দুই চলচ্চিত্র তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এই অনুষ্ঠানে ভারত থেকে আরো পারফর্ম করবেন গায়ক সোনু নিগম। এ ছাড়া বাংলাদেশ থেকে পারফর্ম করবেন দুই কণ্ঠশিল্পী মমতাজ ও জেমস।


৮ ডিসেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বেলা ৩টা থেকে দর্শকের জন্য খুলে দেওয়া হবে গেট। ৫, ৬ ও ৭ ডিসেম্বর টিকিট বিক্রি করা হবে। ৩০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম রাখা হবে।


বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ জোরেসোরে এগিয়ে চলছে। গত কয়েক দিন ধরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জোর তৎপরতা চলছে এই মঞ্চ নির্মাণের। সেই সঙ্গে গ্যালারিগুলোতেও চলছে সংস্কার কাজ।


বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, তারা যতটা সম্ভব রঙিন করে রাখতে চান এই উদ্বোধনী অনুষ্ঠান। সেজন্য আতশবাজির খেলা ও লেজার শোর আয়োজনও থাকবে। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আকর্ষণীয় কয়েকজন তারকা পারফর্ম করবেন এই অনুষ্ঠানে।


সূত্রঃ ডেইলি বাংলাদেশ