কন্যা সন্তানের বাবা হলেন তামিম ইকবাল

খেলাধুলার বিবিধ November 19, 2019 2,552
কন্যা সন্তানের বাবা হলেন তামিম ইকবাল

দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল খান। পুত্র আরহাম ইকবালের পর এবার আয়েশা-তামিম দম্পতির ঘর আলোকিত করে এসেছে এক কন্যা সন্তান।


আজ নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে একটি ছবি পোস্ট করে এর সত্যতা নিশ্চিত করেছেন তামিম ইকবাল খান। ক্যাপশনে কিছু না লেখা থাকলেও ছবিতে লেখায় খুশির খবর দিয়েছেন তামিম। ঠিক করা হয়ে গেছে মেয়ের নামও। একমাত্র মেয়ের নাম রেখেছেন “আলিশবা ইকবাল খান”।


সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দ্বিতীয় সন্তান হওয়ার খবর জানিয়েছেন বাবা তামিম নিজেই। তবে তিনি কিছু লিখেননি।


শুধু একটি ছবি আপলোড করেছেন। যেখানে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লেখা রয়েছে, ‘আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’


তামিম-আয়েশার ঘরে আরহাম ইকবাল খান নামে ৩ বছর বয়সের ছেলে সন্তান রয়েছে।


উল্লেখ্য, গর্ভবতী স্ত্রীর পাশে থাকতে ভারত সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তামিমকে। আগামী বিপিএল দিয়ে আবারো ব্যাট হাতে ফিরবেন তামিম।


সূত্রঃ অনলাইন