ওমরাহ পালন করতে দেশ ছাড়লেন সাকিব আল হাসান

খেলাধুলার বিবিধ November 15, 2019 1,265
ওমরাহ পালন করতে দেশ ছাড়লেন সাকিব আল হাসান

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ার পর গুঞ্জন উঠেছিল বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সাকিব।


কিন্তু সেই গুঞ্জন আর সত্য হয়নি। তবে পবিত্র ওমরা হজ্ব পালন করতে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন সাকিব আল হাসান।


জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে ওমরাহ পালন করে দেশেই ফিরবেন সাকিব।