ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ার পর গুঞ্জন উঠেছিল বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সাকিব।
কিন্তু সেই গুঞ্জন আর সত্য হয়নি। তবে পবিত্র ওমরা হজ্ব পালন করতে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন সাকিব আল হাসান।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে ওমরাহ পালন করে দেশেই ফিরবেন সাকিব।