নিজেদের ভুলত্রুটিতে দায় চাপানোর বদলে ম্যাচের ফলের জন্য বাংলাদেশকেই কৃতিত্ব দিচ্ছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় এই সিরিজে তিনিই দলের নেতা। তবে পরাজয় দিয়ে সিরিজ শুরু হওয়ায় হতাশ রোহিত।
ম্যাচ শেষে রোহিত জানান, ভারতের পরাজয় বা বাংলাদেশের জয়ে বাংলাদেশের কৃতিত্বকে খাটো করে দেখছেন না তারা। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃতিত্বকে অস্বীকার করব না। আমাদের ব্যাটিংয়ের শুরু থেকেই তারা আমাদের চাপে রেখেছে।’
রোহিত মনে করেন, ১৪৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পরও জয় তুলে নেওয়ার সুযোগ ছিল। এক্ষেত্রে স্পষ্টত ভারতের ছোট ছোট ভুল ব্যবধান গড়ে দিয়েছে। রোহিত নিজেও বিষয়টি অস্বীকার করেননি।
তার অভিমত, ‘এই স্কোর জেতার মত ছিল। মাঠে আমরা ভুল করেছি কিছু। দলের কিছু খেলোয়াড় একটু কম অভিজ্ঞ।’ তিনি মনে করেন, তারুণ্য নির্ভর দলটি এই পরাজয় থেকে শিক্ষা নিবে। রোহিত বলেন, ‘এই পরাজয় থেকে তারা শিখতে পারে। পরবর্তীতে যাতে এমন ভুল আর না হয়।’
ভারতের পরাজয়ের অন্যতম কারণ হতে পারে আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে রিভিউ নেওয়া, যেখানে রোহিতরা সফল হননি। রোহিতও তাদের ভুল মানছেন। একইসাথে এও মনে করছেন, মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে না পারায় লড়াকু পূঁজি নিয়েও হেরেছে ভারত।
তার ভাষ্য, ‘রিভিউ নেওয়ায় আমরা কিছু ভুল করেছি। মাঠে আমরা সেরাটা দিতে পারিনি। তবে ব্যাটিং অনুসারে লড়াই করার মত স্কোরই দাঁড় করাতে পেরেছিলাম।’
সূত্রঃ বিডিক্রিকটাইম