ক্যারম বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। বিশ্ব দরবারে ও এর কদর কম না। এবার ব্যাট দিয়ে সে ক্যারম খেলে আলোচনায় আসলেন পাকিস্তানি ক্রিকেটাররা। যদিও ব্যাপারটা মজা করেই করেছিলেন পাকিস্তানি পেসার ওহাব রিয়াজ।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছিল। তাই সময় কাটানোর জন্য ড্রেসিংরুমে ছোট্ট একটা ক্যারাম বোর্ড নিয়ে বসে পড়েছিলেন ইমাম উল হক, শাদাব খান, মোহাম্মদ আমিররা। এই পর্যন্ত অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু এর পরই ঝামেলা পাকানো শুরু করে দেন পাক পেসার ওয়াহাব রিয়াজ।
ক্রিকেট ব্যাট দিয়ে ক্যারাম খেলতে শুরু করেন। তার এমন কাণ্ড দেখে বেজায় বিরক্ত হন সতীর্থরা। শাদাব ও আমির বারবারই বোর্ড থেকে হাত সরিয়ে নিচ্ছিলেন। কিন্তু ওয়াহাব রিয়াজ থামলেন না। তিনি ক্যারাম খেলা পণ্ড করেই ছাড়লেন।
- ডেইলি বাংলাদেশ