বাংলাদেশ থেকে অবসর নেওয়া অবশ্যই গর্বের বিষয় : মাসাকাদজা

খেলাধুলার বিবিধ September 20, 2019 1,197
বাংলাদেশ থেকে অবসর নেওয়া অবশ্যই গর্বের বিষয় : মাসাকাদজা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে জিম্বাবুয়ে। প্রতিপক্ষ রশিদ খানের আফগানিস্তান। টুর্নামেন্টের তিন ম্যাচ খেলে একটাতেও জয় পায়নি মাজাকাদজার জিম্বাবুয়ে। যার ফলে এরই মধ্যে এই সিরিজ থেকে ছিটকে গেছে তারা।


এদিকে নিয়মরক্ষার ম্যাচ হলেও কাল জিততে চাইবে জিম্বাবুয়ে। দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে জয় দিয়েই বিদায় দিতে চাইবে তারা। কারণ আজকের এই ম্যাচ দিয়েই ক্রিকেটকে বিদায় জানাবেন মাসাকাদজা। গতকাল সংবাদ মাধ্যমে বাংলাদেশ থেকে অবসর নেওয়া গর্বের বলেও জানান এই জিম্বাবুইয়ান অধিনায়ক।


মাসাকাদজা বলেন, ‘আমি এই ব্যাপারটি নিয়ে লম্বা সময় ভেবেছি। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। ক্যারিয়ারের এই পর্যায়ে আসার পর মনের কোণে একটি ভাবনা সবসময়ই থাকে যে কতদিন খেলব, কখন বিদায় নেব। বয়স ৩৬ হয়ে গেছে।’


তিনি আরো বলেন, ‘গত কিছুদিন থেকে একটু গুরুত্ব দিয়েই ভাবছিলাম। বাংলাদেশ থেকে অবসর নেওয়া অবশ্যই গর্বের বিষয়।’ উল্লেখ্য, আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪