আগামী কালকের ম্যাচে বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন!

খেলাধুলার বিবিধ September 17, 2019 1,769
আগামী কালকের ম্যাচে বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন!

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল আবার জিম্বাবুয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালে উঠতে হলে এই ম্যাচে অবশ্যই জয়লাভ করতে হবে বাংলাদেশকে। তার কারণ এর পরবর্তী ম্যাচে রয়েছে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে। যা বাংলাদেশ দলের জন্য জেতা খুবই কঠিন।


এদিকে প্রথম দুই ম্যাচে পর বাংলাদেশের স্কোয়াডে এসেছে পাঁচটি পরিবর্তন। তাই আগামী কালকের ম্যাচের একাদশ ও দেখা যাবে একাধিক পরিবর্তন। ওপেনিং এ সৌম্য সরকারের পরিবর্তে দেখা যেতে পারে নাঈম শেখ অথবা নাজমুল হাসান শান্ত কে। এছাড়াও স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে দেখা যেতে পারে একজন অতিরিক্ত ফাস্ট বোলার কে।


আগামী কালকের ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।


বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, নাঈম শেখ, আমিনুল বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।


সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট