শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক হচ্ছেন মিরাজ, যাচ্ছেন সৌম্য সরকার!

খেলাধুলার বিবিধ September 17, 2019 2,440
শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক হচ্ছেন মিরাজ, যাচ্ছেন সৌম্য সরকার!

ব্যর্থতার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছেন না জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার। তাইতো ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দল থেকে জায়গা হারিয়েছেন তিনি। নিজের সর্বশেষ ১০ ইনিংসে সৌম্যর সর্বোচ্চ রান ৩২।


আর তাই এবার ফর্মহীনতার কারণে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে যাবেন সৌম্য। ছন্দে ফিরিয়ে আনতে তাকে লঙ্কান সফরে পাঠানো হবে। সৌম্যর সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে লঙ্কান সফরে যাবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেললেও চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি মিরাজ। লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ‘এ’ দল।


সর্বশেষ তথ্যমতে চারদিনের ম্যাচের অধিনায়ক করা হবে মমিনুল হককে এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য নতুন অধিনায়ক করা হবে মেহেদী হাসান মিরাজ। -বাংলাওয়াশক্রিকেট