অদ্ভুত ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন বিরাট কোহলি

খেলাধুলার বিবিধ September 7, 2019 1,057
অদ্ভুত ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন বিরাট কোহলি

গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো দার্শনিক হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “যতদিন আমরা নিজেদের মধ্যে উঁকি মারব, ততদিন অন্যকিছু দেখার প্রয়োজন পড়বে না।”


আর এই পোস্টের পর থেকেই ভারত অধিনায়ককে নিয়ে শুরু হয়েছে হাসি-মশকরা। ভাবছেন তো কেন? আসলে ক্যাপশন নয়, কোহলির পোস্ট করা ছবি নিয়েই চলছে ঠাট্টা-তামাশা।


কোহলি যে ছবিটি পোস্ট করেছেন, তাতে তাঁর পরনে একটি শর্টস ছাড়া আর কিছুই নেই। হালকা আলোয় নিচে মেঝেতে খালি গায়েই বসে তিনি।


অনেকে মজা করে লিখেছেন, ট্রাফিক সিগন্যালে নিয়ম ভেঙে হাজার হাজার টাকা চালান দিতে গিয়েই হয়তো এই হাল হয়েছে ভারত অধিনায়কের। অনেকে আবার অনুষ্কাকে এর সঙ্গে জুড়ে দিয়ে তৈরি করে ফেলেছেন মজার মিমও।


সূত্রঃ স্পোর্টসজোন২৪