এক হাঁড়কিপটে লোকের ঘরে মেহমান এল

পাঁচমিশালী কৌতুক April 25, 2016 1,388
এক হাঁড়কিপটে লোকের ঘরে মেহমান এল

এক হাঁড়কিপটে লোকের ঘরে মেহমানএল,

কিপটে : কি খাবেন?? ঠান্ডা না গরম??

মেহমান : ঠান্ডা ।

কিপটে : পেপসি নাকি রুহ আফজা??

মেহমান : পেপসি ।

কিপটে : গ্লাসে খাবেন নাকিবোতলে??

মেহমান : গ্লাসে ।

কিপটে : নরমাল গ্লাসে না ডিজাইনওয়ালা গ্লাসে??

মেহমান : ডিজাইন ওয়ালা গ্লাসে ।

কিপটে : কি ডিজাইন ফুলের নাকিফলের??

মেহমান : ফুলের ডিজাইন ।

কিপটে : কি ফুল, গোলাপ না বেলি?

মেহমান : গোলাপ ফুলওয়ালা ।

কিপটে : বড় বড় গোলাপ ফুলওয়ালানাকি ছোট ছোট গোলাপওয়ালা?

মেহমান : ছোট ছোট ।

কিপটে : সরি আপনাকে তাহলে আমিআর পেপসি খাওয়াতে পারলাম না....কারন আমার ঘরে ছোট ছোটগোলাপের ডিজাইন ওয়ালা কোনগ্লাস নেই!!!!!

বাড়িতে আসার জন্য ধন্যবাদ!!!!! আবারআসবেন!!!!