স্ত্রী প্রসঙ্গ তোলায় ক্ষেপে গিয়ে সাংবাদিককে যা বললেন মোস্তাফিজ

খেলাধুলার বিবিধ April 27, 2019 1,543
স্ত্রী প্রসঙ্গ তোলায় ক্ষেপে গিয়ে সাংবাদিককে যা বললেন মোস্তাফিজ

কিছুদিন আগে বিয়ে করেছেন বাংলাদেশ পেস আক্রমণের কর্ণধার মোস্তাফিজুর রহমান। স্বাভাবিকভাবেই তার স্ত্রী সম্পর্কে জানতে কৌতুহলী ভক্তরা। তাদের চাহিদা নিবৃত্ত করতে সুযোগ নিয়েছিলেন এক সাংবাদিক। কাটার মাস্টারের কাছে স্ত্রী সাদিয়া পরভীন শিমু সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি।


তবে আশা পূরণ হয়নি তার। আশাহত ভক্ত-সমর্থকেরা। ওই সাংবাদিক স্ত্রীর প্রসঙ্গ তুললে সেটি বাদ দিয়ে অন্য বিষয়ে প্রশ্ন করতে বলেন ফিজ।


সদ্য ফেসবুক লাইভে এসেছিলেন মোস্তাফিজ। সরাসরি মিথস্ক্রিয়া করেন। তাকে সেই সাংবাদিক প্রশ্ন করেন-ফিজ ভাই, সবসময় তো সবার জন্য খেলেন। এবার তো দেখার মানুষ (স্ত্রী) আছে। তিনিও তো খেলা দেখবেন। অনুভূতি কেমন?


জবাবে বাঁহাতি পেসার বলেন, খেলা দেখার মানুষ কী! সবাই তো খেলা দেখবে। সবাই তো আছে। এখন আর কী বলব? এক্সট্রা দেখার মানুষ কে?


ঘুরে ফিরে ওই সাংবাদিক একই প্রশ্ন করেন, জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। সামনে বিশ্বকাপ আছে। পছন্দের মানুষকে দেখানোর চেষ্টা থাকে সবার? এবার ক্ষেপে যান মোস্তাফিজ। তিনি বলেন, ওসব বাদ দেন। অন্য কী প্রশ্ন করবেন, করেন।


সূত্রঃ যুগান্তর অনলাইন