গতকাল আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে কলকাতার হয়ে সবচেয়ে খরুচে বোলার ছিলেন কুলদ্বীপ যাদব। গতকাল ৪ ওভার বল করে ৫৯ রান দেন কুলদ্বীপ। আর এই বাজে বোলিং ফিগারে মাশরাফিকে পেছনে ফেলে শীর্ষ দুইয়ে উঠে এসেছেন কুলদ্বীপ।
২০০৯ সালে আইপিএলে ডেকান চার্জার্সের বিপক্ষে অভিষেক হয় মাশরাফি বিন মুর্তজার। অভিষেক ম্যাচ টি মাশরাফি জন্য দুঃস্বপ্ন হয়ে থাকে। আইপিএলে ঐ একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ঐদিন মাশরাফি ৪ ওভার বল করে ৫৮ রান দেন।
২০১৩ সালের আগ পর্যন্ত কলকাতার হয়ে রানের বিচারে সবচেয়ে বাজে বোলিং ফিগার ছিল মাশরাফি বিন মর্তুজার। তারপর ২০১৩ সালে রায়ান ম্যাকলারেন মাশরাফিকে দুইয়ে ঠেলে ওঠেন ১ নম্বরে। আর গতকাল মাশরাফিকে তিনে ঠেলে দুইয়ে নিজের নাম লিখলেন কুলদ্বীপ যাদব।
• আইপিএলে কলকাতার হয়ে বাজে বোলিং ফিগার (রানের বিচারে)-
২/৬০- রায়ান ম্যাকলারেন, ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে
১/৫৯- কুলদ্বীপ যাদব, আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে
০/৫৮- মাশরাফি বিন মর্তুজা, ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে
১/৫৮- শিভাম মাভি, ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে
সূত্রঃ স্পোর্টসজোন২৪