আসন্ন বিশ্বকাপের আগে যেন বিয়ের ধুম লেগেছে ক্রিকেট পাড়ায়। এই কিছুদিন হলো বিয়ে করেছেন জাতীয় দলের ৩ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, মেহেদী মিরাজ ও সাব্বির রহমান।
সর্বশেষ বিয়ের পীড়িতে বসেন মুমিনুল হক। আর গতকাল রাতে আংটি বাদলের মাধ্যমে আশীর্বাদ সম্পন্ন করেছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস।
গতকাল নিজ দেশের বাড়ি দিনাজপুরে লিটনের আশীর্বাদ হয়েছে। ছেলেপক্ষ কনেপক্ষের বাড়িতে গিয়ে আংটি পরিয়ে হিন্দুরীতি অনুযায়ী আশীর্বাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। পাত্রীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। পাত্রির বাড়িও দিনাজপুরেই।
সঞ্চিতা বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এমবিএ করছেন। বিশ্বকাপের পর খুব সম্ভাবত ২৮ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছে তার পরিবার।
টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে দলে জায়গা পেয়েছেন ওপেনার লিটন কুমার দাস। বর্তমানে ডিপিএলে আবাহনীর হয়ে খেললেও গতকাল টসের পর খেলোয়াড় তালিকায় দেখা যায় লিটনের নাম নেই।
পরবর্তী বিষয়টি দৃষ্টিগোচর হলে খোঁজ নিয়ে জানা যায়, আশীর্বাদের কারণে দেশের বাড়ি দিনাজপুরে গেছেন লিটন। -জুমবাংলা