জানা গেল যে কারণে এখনই বিয়ে করলেন মোস্তাফিজ

খেলাধুলার বিবিধ March 23, 2019 1,065
জানা গেল যে কারণে এখনই বিয়ে করলেন মোস্তাফিজ

আচমকা যেন বিয়ের ধুম পড়লো বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমে। কাটার মাস্টার মোস্তাফিজও নাম লেখালেন সেই দলে। তবে কেন তিনি হঠাৎ করেই বিয়ে সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নের উত্তর মিলেছে পরিবারের কাছ থেকেই।


জানা যায়, দুইটি বিষয় কাজ করেছে বিয়ের সিদ্ধান্তে উপনীত হবার ক্ষেত্রে। একটি হলো মায়ের ইচ্ছা এবং অন্যটি হলো ক্রাইস্টচার্চে হামলায় তার ভীষণ ঘাবড়ে যাওয়া।


হুট করে বিয়ে করা নিয়ে মোস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান বলেন, নিউজিল্যান্ডে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হওয়ার পর খুব ঘাবড়ে গিয়েছিল মোস্তাফিজ। সেজন্য আমরা ঠিক করি তাকে বিয়ে করাবো। এটা আমাদের মায়ের সিদ্ধান্ত ছিল।


গতকাল শুক্রবারই বিয়ের কাজটা সেরেছেন মোস্তাফিজ। আগেই সকলের জানা কনে মোস্তাফিজের মামাতো বোন সামিয়া পারভীন শিমু। এ বিষয়ে মোস্তাফিজের বড় ভাই মাহফুজুর রহমান জানান, মোস্তাফিজের স্ত্রী শিমু তাঁদের মেজো মামা রওনাকুলের তৃতীয় মেয়ে।


একেবারে ছোটখাটো আয়োজনেই বিয়েটা হয়েছে। কাছের ক’জন বন্ধু, তাঁদের পরিবারের সদস্য আর মামার বাড়ির আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আপাতত শুধু আকদ হয়েছে, বিয়ের আসল অনুষ্ঠানটা হবে বিশ্বকাপের পর।