ভয়াবহ সন্ত্রাসী হামলার ৫ ঘন্টা পর আইসিসির বার্তা

খেলাধুলার বিবিধ March 16, 2019 1,127
ভয়াবহ সন্ত্রাসী হামলার ৫ ঘন্টা পর আইসিসির বার্তা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’মসজিদের হামলার ঘটনায় সমবেদনা জানিয়ে বিবৃতি প্রকাশ করছে আন্তর্জান্তিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করেছে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।


আগামীকাল (শনিবার) শুরু হওয়ার কথা ছিলো সফরের তৃতীয ও শেষ টেস্ট। কিন্তু আজ (শুক্রবার) স্থানীয় এক মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়ে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সঙ্গে সঙ্গে দু’বোর্ডের সমঝোতায় বাতিল হয় টেস্ট। হামলার নিন্দা জানিয়ে ম্যাচ বাতিলের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে আইসিসি।


আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এক বিবৃতিতে বলেন, ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলায় যে সকল পরিবার ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুই দল, স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা নিরাপদে আছেন। টেস্ট ম্যাচ বাতিলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আইসিসির।’


-বাংলা ইনসাইডার