জঙ্গলে এক চিতা বিড়ি খাচ্ছিল।

পাঁচমিশালী কৌতুক April 25, 2016 1,229
জঙ্গলে এক চিতা বিড়ি খাচ্ছিল।

জঙ্গলে এক চিতা বিড়ি খাচ্ছিল। তখন এক ইঁদুর আসলো আর বলল: ভাই নেশা ছাইড়া দেও, আমার সাথে আস, দেখ জঙ্গল কত সুন্দর!


চিতা ইদুরের সাথে যেতে লাগল। সামনে হাতি ড্রাগ নিচ্ছিল, ইঁদুর হাতিকেও একই কথা বলল। এরপর হাতিও ওদের সাথে চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর তারা দেখল বাঘ হুইস্কি খাচ্ছে ।


ইঁদুর যখন তাকেও একই কথা বলল,সাথে সাথে বাঘ হুইস্কির গ্লাস রেখে ইদুরকে দিল রেখে কইষা একটা থাপ্পড়!!


হাতি: বেচারাকে কেন মারতাছ?


বাঘ: এই শালা কালকেও গাঁজা খাইয়া আমারে জঙ্গলে ৩ ঘণ্টা ঘুরাই ছিল.