বল্টু নতুন প্রেমে পরছে

পাঁচমিশালী কৌতুক April 25, 2016 1,203
বল্টু নতুন প্রেমে পরছে

বল্টু নতুন প্রেমে পরছে। তো চান্দু বল্টুকে বলছে,

চান্দুঃ কিরে, তুই নাকি প্রেম করছিস?

বল্টুঃ হ্যাঁ.........

চান্দুঃ মেয়েটিকে দেখাবি না........???

বল্টুঃ নিশ্চয়ই, এখনই চল.........


(কিছুদুর যাওয়ার পর, একটা বাড়ির দু’তলায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ে কে দেখিয়ে)


বল্টুঃ ওই যে দেখ বারান্দায় দাড়িয়ে আছে...


(মেয়েটির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বল্টুকে আর চান্দুকে সে পায়ের জুতা দেখালো)


চান্দুর মাথা পুরাই গরম তাকে জুতা দেখিয়ে লজ্জা দিলো....

চান্দুঃ কেন, মিথ্যা কথা বললি? তুই নাবললি মেয়েটি তোকে ভালোবাসে? মেয়েটি তো তোকে জুতা দেখাইতেছে....


বল্টুঃ তুই বুঝবি না, এই ভাষা কেবল প্রেমিকরাই বুঝে, ও আমাকে বাটার (Bata) দোকানের সামনে দাড়াতে বলছে....


চান্দুঃ আগে প্রেমিকরা, প্রেমিকার চোখের ভাষা বুঝতো, আর এখন দেখতাছি তারা জুতার ভাষাও বুঝে..........কেও আমারে মাইরাল