বাংলাদেশ জাতীয় দলের তারকাদের মধ্যে অনেকেই পড়াশোনা করেছেন বেশি। কারো কারো আবার সেরকম ভাবে পড়াশোনা করা হয়নি বা সুযোগ হয়নি। চলুন এই প্রতিবেদনে দেখেনেই, টাইগার ক্রিকেটারদের কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু
১. মাশরাফি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিদ্যায় ব্যাচেলর ডিগ্রী করেছন তিনি।
২. মুশফিকুর রহীম- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন তিনি।
৩. মুস্তাফিজুর রহমান- পঞ্চম শেণী পর্যন্ত পড়ার পরে আর বিদ্যালয়মুখী হননি কাটার মাস্টার।
৪. রুবেল হোসেন- পঞ্চম শ্রেণীর পরে আর স্কুলে যাননি।
৫. সাব্বির রহমান- বিবিএ ডিগ্রী নিয়েছেন তিনি।
৬. তামিম ইকবাল- তিনিও বিবিএ ডিগ্রী নিয়েছেন।
৭. শাহারিয়ার নাফিস- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী নিয়েছেন।
৮. সৌম্য সরকার- তিনি বিকেএসপিতে পড়াশোনা করেছে।
৯. সাকিব আল হাসান- তিনিও ব্যাচেলর ডিগ্রী নিয়েছেন।
১০. তাসকিন আহমেদ- তিনিও বিবিএ করছেন।