একটু খাই, খিদে লাগছে

খেলাধুলার বিবিধ December 4, 2018 2,874
একটু খাই, খিদে লাগছে

দুই ইনিংসে সাত-পাঁচ মিলিয়ে ক্যারিবীয়দের বারো উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন, সেই সুবাদে মেহেদী হাসান মিরাজ এসেছিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে৷ মাঠে মিরাজ যতটা স্বতস্ফূর্ত, সংবাদ সম্মেলনে ঠিক ততটা নন৷ ইংরেজীতে খুব বেশি পারদর্শী নন, একটু অগোছালো কথা বার্তা।


মাঠের মিরাজ আর মাইক্রোফোনের সামনের মিরাজের মধ্যে একটা জায়গায় অবশ্য মিল আছে, সরলতা৷ সেখানে কোন পরিবর্তন নেই। কালই যেমন এক ডজন উইকেট ‘খেয়ে ফেলার’ পরেও মিরাজের ক্ষিধে মিটলো না, প্রেস ব্রিফিঙে কথা বলার ফাঁকেই সামনে রাখা কোমল পানীয়ের বোতল খুলে আনমনেই মিরাজ বলে উঠলেন, ‘একটু খাই, খিদা লাগসে…!’