মজার ধাঁধা সমগ্র - ১০৩তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer November 23, 2018 24,550
মজার ধাঁধা সমগ্র - ১০৩তম পর্ব

১) ‘কোন পাখির ডিম নাই,


বলো তো দেখি।


বলতে না পারলে


বুঝবো বুদ্ধি নাই ঘটে।’


উত্তর: বাদুর


২) ‘কোন টেবিলের পায়া থাকে না, ঝুলে থাকে, ছড়ায় না।’


উত্তর: টাইম টেবিল


৩) ‘কোন বিদেশি ভাষা


নাম চার অক্ষরে,


দ্বিতীয় কেটে দেখ


জলে বাস করে।’


উত্তর: ইংলিশ


৪) ‘কোন সে সরস ফল বলো দেখি ভাই,


ফেলি তার অর্ধভাগ, অর্ধাংশ খাই।


টক মিষ্টি স্বাদ তার চোখ অগণন,


দেশের সস্তা ফল নাম বল এখন।’


উত্তর: আনারস