রিয়াদের সাথে সিজদায় যে কারনে মিরাজও অংশ নিয়েছিলো

খেলাধুলার বিবিধ November 15, 2018 1,221
রিয়াদের সাথে সিজদায় যে কারনে মিরাজও অংশ নিয়েছিলো

ঢাকা টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদ শতকের দেখা পেয়েছেন দীর্ঘ আট বছর পর। রিয়াদ সিজদা দিতেই পারেন! কিন্তু মিরাজও কেন সিজদায় নুইয়েছিলেন মাথা? তরুণ এই ক্রিকেটার জানিয়েছেন, দলের ব্যাটিং সাফল্য স্বচক্ষে দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে না পেরেই এমনটি করেছিলেন তিনি।


চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন মিরাজ। এ সময় তিনি সংবাদমাধ্যমকে এমন কথা ।


ঢাকা টেস্টে মিরাজ খুঁজে পাচ্ছেন ব্যাটিং প্রাপ্তি, যার জন্য এতদিন রীতিমত ছটফট করছিল বাংলাদেশের ক্রিকেট। মিরাজ বলেন, ‘একটা জিনিস যদি দেখেন, অনেক দিন ধরে আমাদের ব্যাটসম্যানরা রান পাচ্ছিল না। কিন্তু এই ম্যাচটায় আমাদের অনেক প্রাপ্তি ছিল।’


মিরাজ বলেন, ‘দেখুন মুশফিক ভাই ডাবল সেঞ্চুরি করেছে। তারপরে মুমিনুল ভাই দেড়শ করেছে, রিয়াদ ভাই সেঞ্চুরি করেছে, মিঠুন ভাই পঞ্চাশ করেছে, আমিও একটা পঞ্চাশ করেছি।’


ব্যাটিংয়ে দলের এমন সাফল্যে মিরাজ বেজায় খুশি। খুশি হওয়াটাই স্বাভাবিক! বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নৈপুণ্য প্রদর্শনে ম্যাচে ব্যাকফুটে রয়েছে জিম্বাবুয়েও। মিরাজের ভাষ্য, ‘আমার খুব ভালো লাগছে যে, আমাদের ব্যাটসম্যানরা রানে ফিরেছে এবং প্রতিপক্ষের ওপর আমরা ডমিনেট করছি। এটা কিন্তু দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ; ব্যাটসম্যানরা যদি রান করে, ডমিনেট করে তাহলে দল অনেক ভালো খেলে।’


তিনি জানান, এই খুশিতেই রিয়াদের সাথে মাটিতে পড়ে সিজদা দিয়েছিলেন তিনি- ‘এই খুশিতে সেজদাটা দেয়া। আসলে খুব ভালো লেগেছিল। নিজের অনুভূতিটা ধরে রাখতে পারিনি। তাই রিয়াদ ভাই’র সাথে আমিও সেজদা দিয়েছি।’


সূত্রঃ অনলাইন