মাশরাফি-সাকিবের নির্বাচনে অংশগ্রহন নিয়ে যা বললো বিসিবি

খেলাধুলার বিবিধ November 10, 2018 1,623
মাশরাফি-সাকিবের নির্বাচনে অংশগ্রহন নিয়ে যা বললো বিসিবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এর জন্য আগামীকাল রোববার (১১ নভেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করবেন দেশের ক্রিকেটের এই দুই সুপারস্টার।


অনেকদিন থেকেই মাশরাফি-সাকিবের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে!রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। জাতীয় দৈনিক যুগান্তরের তথ্যমতে ,বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিবেন তারা।


এদিকে মাশরাফির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানলেও সাকিবের বিষয়ে কিছু জানেননা বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, “ওয়ানডে অধিনায়ক মাশরাফির মনোনয়ন কেনার বিষয়টি শোনেছি। কিন্ত সাকিবের বিষয়টি আমার জানা নেই। “.