আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছেন মাশরাফি-সাকিব!

খেলাধুলার বিবিধ November 10, 2018 908
আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছেন মাশরাফি-সাকিব!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। রবিবার তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।


উল্লেখ্য, চলতি বছরের মে মাসের শেষের দিকে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


ওই সময় তিনি বলেছেন, তারা যদি নির্বাচনে আসেন, তাহলে তাদের ভোট দেবেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।


এদিকে তাঁদের মনোনয়ন সংগ্রহের বিষয়টি সময়নিউজ অনলাইনের একটি প্রতিবেদনে উঠে এসেছে।