মজার ধাঁধা সমগ্র - ৬৮তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 12, 2018 1,702
মজার ধাঁধা সমগ্র - ৬৮তম পর্ব

১) ‘জল শব্দটির পাশাপাশি,


রাখলে তারে পাই।


পাওয়া সেই ফলটির নাম


বলুন তো কি ভাই।’


উত্তর: জলপাই


২) ‘জন্মকালে দেখতে সাদা


যুবাকালে কালো,


কাঁধে নিয়ে যেতে


ঘণ্টা বাজে ভালো।


যার ঘাটে জাপটে পড়ে


সে যায় পালিয়ে,


লেজ ধরে টানলে আসে


শিকার ধরে নিয়ে।’


উত্তর: খেয়াজাল


৩) ‘জন্মকালে দুই শিং


যুবাকালে নেই।


মৃত্যুকালে দুই শিং


দেন মালেক সাঁই।’


উত্তর: চাঁদ


৪) ‘জন্ম দিয়েই বাপ পালায়,


মা যে বনবাসী।


লালন-পালনে পাড়া-পড়শি।’


উত্তর: কোকিল