ভারতে যত অদ্ভূত রীতি!

সাধারন অন্যরকম খবর October 11, 2018 4,468
ভারতে যত অদ্ভূত রীতি!

ভারতের মধ্যপ্রদেশের বেতুলে গোবর্ধন পুজো উপলক্ষে শিশুদের গোবরে ফেলে সুস্বাস্থ্য কামনা করা হয়। মূলত দীপাবলীর পরের দিন গোবর্ধন পুজার রেওয়াজ রয়েছে মধ্যপ্রদেশে।


তবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে গরুর মল অর্থাৎ গোবরে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। আর সেই গোবরেই জোর করে ছুঁড়ে দেওয়া হলে তাতে তাদের সুস্বাস্থ্যের পরিবর্তে শরীরে বিভিন্ন জীবাণু ছড়াতে পারে।


মনস্কামনা পূরণ হয় ভারতে ঝাবুয়াতেও দীপালবির পরদিন এক অদ্ভূত প্রথা রয়েছে। এখানে লোকজন জীবনের ঝুঁকি নিয়ে গরুর পায়ের নিচে শুয়ে পড়ে, যদিও এতে তারা আনন্দ পায়।


ভারতের হিমাচল প্রদেশের সিমলার ধামি গ্রামে শতাব্দী প্রাচীন রীতি মেনে চলে পাথর ছোড়ার মেলা। ওই মেলাতে একজন আরেক জনকে পাথর মারবে এটিই রেওয়াজ। সেখানে ভিড় জমায় কয়েক হাজার মানুষ। দীপাবলির পরদিন তারা রীতি মেনে একে অপরের দিকে পাথর মারেন। তাদের বিশ্বাস এ পাথরেই উন্নয়ন ও অগ্রগতি ঠিকরে দেয়।