মজার ধাঁধা সমগ্র - ৬৫তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 1, 2018 1,910
মজার ধাঁধা সমগ্র - ৬৫তম পর্ব

১. ‘কোন জিনিস কাটলে বড় হয়?’


উত্তর: পুকুর।


২. ‘উপরে পাতা নিচে দাড়ি, ইঞ্জিন ছাড়া চলে গাড়ি।’


উত্তর: টগর।


৩. ‘চারদিকে বাল


মাঝখানে খাল


খালের ভিতরে লাল।


স্বামী আছে যতোদিন


দিতে হবে ততোদিন।’


উত্তর: সিদুঁর।


৪. ‘তিন অক্ষরের নাম তার


অতি ভয়ংকর,


মাঝের অক্ষর বাদ দিলে


হয় অলংকার।’


উত্তর: হাঙর