বাসায় ফিরলেও আবারো অস্রপ্রচার করা লাগবে সাকিবের

খেলাধুলার বিবিধ September 30, 2018 1,205
বাসায় ফিরলেও আবারো অস্রপ্রচার করা লাগবে সাকিবের

অাঙ্গুলের চিকিৎসা শেষে এ্যাপলো হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

দুপুরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গত ২৭সেপ্টেম্বর অাঙ্গুলে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সাকিব। ইঞ্জুরিতে আক্রান্ত অাঙ্গুলের অবস্থা খুব খারাপ হওয়াই দ্রুত অস্রপ্রচার করা হয়। পরে ভাইরাস সংক্রান্ত জটিলতা নিরমনের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাকে। ঔষধটি শরীরে খুব দ্রুত কাজ করায় তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসক। তবে পুরোপুরিভাবে সুস্থ হলে সাকিবের হাতে আরও একটি অস্রপ্রচার করা লাগবে। আপাতত হাতের সংক্রমণ ভালো হতে তিন সপ্তাহ সময় লাগবে, এর পর আবারো অস্রপ্রচারের সিদ্ধান্ত নেওয়া হবে।


এ নিয়ে কর্তবরত চিকিৎসক ডাঃ এম আলী জানানঃ

প্রথম থেকে তাকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল সেটি বেশ ভালো রেসপন্স করেছে। এবং ৭২ ঘন্টা পর তার ইনফেকশন প্রায় কন্ট্রোল এ চলে এসেছে। কিন্তু এখনো বেশ কিছুদিন লাগবে পুরোপুরি সুস্থ হতে। আপাতত মুখে খাওয়া অ্যান্টিবায়োটিক ই চলছে সাকিবে। পুরোপুরিভাবে সুস্থ হবার তিন সপ্তাহ পর আবারো সাকিবে অাঙ্গুলে সার্জারি করা হবে।