হাসপাতালে বাবাকে যেভাবে আগলে রাখছেন সাকিব কন্যা

খেলাধুলার বিবিধ September 30, 2018 1,094
হাসপাতালে বাবাকে যেভাবে আগলে রাখছেন সাকিব কন্যা

শনিবার হাসপাতালের ক্যাবিনে শুয়ে সাকিবের বাংলাদেশ-ভারতের খেলা দেখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যা চোখে পানি এনেছে অনেকের। শনিবার সাকিব আল হাসান কন্যা আলাইনাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে ও ক্যাপশন পড়ে চোখ ভিজে যাবে সবারই।


সাকিবের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে সাকিবের বুকে শুয়ে আছে আলাইনা। সাকিব ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘ও আমার চোখের আড়াল হতে চায় না। ঢাল হয়ে থাকা আমার মেয়ে ডাক্তারদেরও কাছে আসতে দিতে চায় না, যেন তারা আমাকে ব্যথা দিতে না পারে।’


সূত্রঃ পরিবর্তন.কম