মশা থেকে বাঁচার উপায়...

টুকিটাকি টিপস April 24, 2016 1,131
মশা থেকে বাঁচার উপায়...

প্রচণ্ড গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণ। একদিকে গ্যাস এবং পানির সংকট, অন্যদিকে মশার উৎপাত। গরমের জ্বালা রাতে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে মশা। অনেকেই রাতে মশার হাত থেকে বাঁচার জন্য কয়েল, স্প্রে কত কিছুই না ব্যবহার করেন।


কিন্তু এসব জিনিসের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে তা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। বিশেষ করে অ্যাজমা রোগীদের জন্য এটি বিপদ আরও বাড়িয়ে তোলে।


এছাড়া এমন অনেক কয়েল আছে যা জ্বালালে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। সেক্ষেত্রে মশার হাত থেকে বাঁচতে প্রাকৃতিকভাবে ঘরোয়া কিছু উপায় মেনে চলুন। এগুলো মশা তাড়াতে কার্যকরী ভূমিকা রাখার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি থেকেও আমাদের রক্ষা করে।



নিম তেল

গায়ে কিছুটা নিমের তেল মেখে নিন। এতে প্রায় ৮ ঘণ্টা মশা আপনার ধারে কাছে ঘেঁষবে না। ফলে আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।



কর্পূর

ঘরের দরজা জানলা বন্ধ করে কিছুটা কর্পূরে আগুন ধরিয়ে ঘরের ভিতর রেখে দিন। মশা পালাবে। এভাবেও মশার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন।



তুলসি

জানলার কাছে তুলসি গাছ লাগান। এতে বাড়ির কাছাকাছি মশার জন্ম রোধ হবে।



রসুন

জলে কয়েক কোয়া রসুন সিদ্ধ করে সেই জলটা ছিটিয়ে দিন ঘরের মধ্যে। মশা আসবে না। ফলে আপনিও মশার হাত থেকে বাঁচবেন।



টি ট্রি অয়েল

ভেপোরাইজারের মাধ্যমে এই তেল চারদিকে ছড়িয়ে দিন। ঘর মশামুক্ত হবে।



ল্যাভেন্ডার

এতে শুধু যে ঘর সুগন্ধিত হবে তাই নয়, মশাও পালাবে। সেইসঙ্গে রাতে আপনার ভালো ঘুমো নিশ্চিত হবে।