মজার ধাঁধা সমগ্র - ৫৫তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer September 3, 2018 1,292
মজার ধাঁধা সমগ্র - ৫৫তম পর্ব

১. ‘একটি অক্ষর শিক্ষকে আছে, পণ্ডিতে নেই। আবার কাননে আছে, বাগানে নেই।’


উত্তর: ক


২. ‘একটুখানি গাছে


তিল ঝুরঝুর করে।


একটুখানি টোকা দিলে


ঝরঝরিয়ে পড়ে।’


উত্তর: শিশির


৩. ‘একটি হলে কাজ হবে না,


দুটি কিন্তু চাই।


দুটি পেলে হবে চাষি ভাই।’


উত্তর: বলদ


৪. ‘উটের মতো বুক টান, কোন জিনিসের চার কান?’


উত্তর: চৌচালা ঘর