বাণী-বচন : ০১ সেপ্টেম্বর ২০১৮

স্মরণীয় উক্তি September 1, 2018 806
বাণী-বচন : ০১ সেপ্টেম্বর ২০১৮

• বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের কিছু বাণী:


* ভালোভাবে বোঝাতে না পারলে বুঝতে হবে, বিষয়টি ভালোভাবে বোঝেননি আপনি।


* এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কাজের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কাজ দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।


* যদি আমার আপেক্ষিক তত্ত্ব সত্য প্রমাণিত হয়, তবে জার্মানি আমাকে জার্মান হিসেবে দাবি করবে। আর ফ্রান্স বলবে যে আমি পুরো বিশ্বের নাগরিক। কিন্তু যদি তত্ত্বটা ভুল প্রমাণিত হয়, তবে ফ্রান্স বলবে, আমি একজন জার্মান এবং জার্মানি বলবে আমি হলাম ইহুদি।


* সুন্দরী নারীর সান্নিধ্যে এক ঘণ্টা এক সেকেন্ডের মত মনে হবে। উত্তপ্ত কয়লার ওপর এক সেকেন্ড এক ঘণ্টার মত মনে হবে। এটিই আপেক্ষিকতা।


* প্রেমে পড়ার জন্য আপনি মাধ্যাকর্ষণকে দায়ী করতে পারেন না।


* যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কোন কিছুর চেষ্টাও করেনি।


* গণিতে আপনার সমস্যা নিয়ে চিন্তা করবেন না। নিশ্চিত থাকুন আমার সমস্যা আরও বেশি।


* জেনে নেয়ার কাজটি যেকোনো বোকাই পারে। আসল ব্যাপার হচ্ছে বুঝতে পারা।


* দু’টি জিনিস অসীম: মহাবিশ্ব আর মানুষের অজ্ঞতা।