ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হলেও ক্রিকেটেও রয়েছে অভদ্রতা বা নিয়ম ভাঙ্গার নজির। তবে ক্রিকেটের মাঠ পেরিয়ে ক্রিকেটকে কলঙ্কিত করেছেন এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়। বাংলাদেশ ক্রিকেট দলের তেমন কয়েকজন ক্রিকেটারের নারী ঘটিত ঘটনা নিয়েই এই আয়োজন। এদের সবাই নারী কেলেঙ্কারিতে যুক্ত হয়ে সমালোচিত হয়েছেন।
মোসাদ্দেক হোসেন সৈকত
সর্বশেষ এ তালিকায় যোগ হয়েছে বাংলাদেশে উঠতি ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। তার স্ত্রী সামিয়া শারমীন সামিনা সৈকতের বিরুদ্ধে হুমকি, যৌতুক ও মারধোরের অভিযোগ এনে মামলা করেছেন ময়মনসিংহের আদালতে।
রুবেল হোসেন
বাংলাদেশের অন্যতম তারকা ক্রিকেটার রুবেল হোসেন নারী নির্যাতনের মামায় জেল খেটেছেন। অভিনেত্রী হ্যাপি আক্তারের মামলায় তিনি জেল খেটেছিলেন। তবে বর্তমানে রুবেল বিয়ে করে সংসার পেতে ফিরেছেন জাতীয় দলে।
আরাফাত সানি
দুই বিয়ে করে মামলায় জরিয়ে পরে জেল খেটেছেন আরাফাত সানি। এক স্ত্রীর করা তথ্য প্রযুক্তি আইনে আটক হলে তখন প্রকাশ হয় সানির আরেক বিয়ের খবর।
সাব্বির রহমান ও আল আমিন
গত বিপিএল চলাকালীন সময়ে নারী কেলঙ্কারিতে জরিয়ে বড় অঙ্কের জরিমানা গুনেন এই দুই তারকা। এর পর কিছুদিন আগে সাব্বিরের বিরুদ্ধে আবারো নারী ঘটিত বিষয় নিয়ে অভিযোগ উঠেছে। বেসরকারি এক টিভি চ্যানেলে এই অভিযোগ জানান এক নারী।
নাসির হোসেন
নাসির হোসেনের বিরুদ্ধে সম্প্রতি হুমাইরা সুভা নামে এক মডেল সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন প্রতারণা ও ধর্ষনের। যদিও তিনি এ বিষয় নিয়ে মামলা করেননি, তবে বিষয়টি নিয়ে হৈ চৈ পড়েছিল মিডিয়া পাড়ায়।
সূত্রঃ অনলাইন