মুস্তাফিজের নতুন মডেলের মটোর বাইক

খেলাধুলার বিবিধ August 20, 2018 1,656
মুস্তাফিজের নতুন মডেলের মটোর বাইক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে ফেরেই চমক দেখালেন বিশ্বখ্যাত বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় দল। তিন ম্যাচে মুস্তাফিজও তুলে নেন ৫টি উইকেট। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচের সিরিজে ৭ উইকেট তুলে দলের জয়ে বড় অবদানও রাখেন টাইগার পেসার।


বর্তমানে ঈদের ছুটি কাটাচ্ছেন মুস্তাফিজ। বর্তমানে নিজের বাড়ি সাতক্ষীরায় অবস্থান করছেন তিনি। পরিবারকে নিয়ে পবিত্র ঈদ উল আজহা পালন করে ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। পরের মিশন আগামী মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ।


সোমবার নিজের অফিসিয়াল টুইটারে ছুটি কাটানোর বিশেষ মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন ডান-হাতি এই পেসার। এতে ইমাহার আর ওয়ান ফাইভ (ভার্সন থ্রি) মডেলের একটি মটোর বাইকের ছবিও আপলোড করেছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য।