ব্যবসাতেও দারুণ সফল ভারতীয় যে ৫ ক্রিকেটার তারকা

খেলাধুলার বিবিধ August 15, 2018 1,051
ব্যবসাতেও দারুণ সফল ভারতীয় যে ৫ ক্রিকেটার তারকা

নানা ধরনের ব্যবসা করেছেন বিরাট কোহলি। চিজেল নামে বেশ কয়েকটি জিম, শিশুদের ফিটনেস সমস্যা সারাতে স্টেপাথলন কিডস নামে সংস্থা, আইএসএলে বিনিয়োগ, প্রযুক্তি সংস্থা স্পোর্টস কনভো, ই-কমার্স ফ্যাশন ব্র্যান্ড।


মহেন্দ্র সিং ধোনি ২০১২ সালে ব্যবসায় নামেন। তার ব্যবসার মধ্যে রয়েছে ফিটনেস সংক্রান্ত উদ্যোগ, ফুটওয়্যার ব্র্যান্ড। আইএসএলের চেন্নাইয়িন এফসিতেও বিনিয়োগ রয়েছে। মাহি রেসিং টিম-এর অন্যতম মালিক তিনি। ঝাড়খন্ডের সবচেয়ে বেশি করদাতা মহেন্দ্র সিং ধোনি। কর দিয়েছেলেন ১২.১৭ কোটি টাকা। তিন বছর আগেই সম্পত্তি ছিল ৭৬৪ কোটি টাকা।


কোহলি, ধোনির মতো আইএসএলে দল রয়েছে শচীন টেন্ডুলকারেরও। কেরালা ব্লাস্টার্সের তিনি অন্যতম মালিক তিনি। এছাড়া প্রযুক্তি, ট্র্যাভেল পোর্টাল, হেলথকেয়ার, ফিটনেস প্রোডাক্টস অনেক ব্যবসা আছে শচীনের। অন্যদিকে রেস্তোরাঁর ব্যবসাও রয়েছে তার।


যুবরাজ সিংয়ের ব্যবসায় হাতেখড়ি হয় ই-কমার্স স্টোর স্পোর্টস৩৬৫.ইনে-এর মাধ্যমে। তিনি ক্যানসার আক্রান্তদের সাহায্যের জন্য খুলেছেন ইউউইক্যান নামে সংস্থা। যুবরজের অন্যান্য ব্যবসার মধ্যে রয়েছে ভিমো, মোভো, ব্লাক উইথ অরেঞ্জ, কার্টিসান, হিদিয়ান্স, এডুকার্ট, স্পোর্টিবিনস।


বীরেন্দ্র সেহবাগ ২০০৬ সালে দিল্লির মোতি নগরে রেস্তোরাঁ খুলেছিলেন। এর নাম ‘‘সহবাগ’স ফেভারিটস’’। এরপর হরিয়ানায় আন্তর্জাতিক স্কুল চালু করেন তিনি। এতে খেলাধুলা ও পড়াশোনা শেখানো হয়।


সূত্রঃ জাগো নিউজ