সফল হতে গোপন রাখবেন যেসব বিষয়

লাইফ স্টাইল August 14, 2018 2,310
সফল হতে গোপন রাখবেন যেসব বিষয়

জীবনে সফল হওয়াটা একটুখানি কথা না। চাইলেই হুট করে সফল হওয়া যায় না। সফল হতে গেলে দরকার কঠিন পরিশ্রম আর পাশাপাশি একটু খানি সচেতনাতা। কারণ কঠিন পরিশ্রম বৃথা যাবে যদি সচেতন না হওয়া যায়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে কিছু তথ্য।


যেগুলো অনুসরণ করা নাকি সফলতার পথে এক ধাপ এগিয়ে দেবে। তথ্য গুলো কাজে দিক বা না দিক। কিন্তু অনুসরণ করাই যায়। কেননা কিসে ভালো আর কিসে মন্দ তা অজানা। তাই সফল হতে বিষয়গুলো মেনে চলুন। সফল না হতে পারলেও ক্ষতির কিছু নেই বলা চলে।


কত টাকা রোজগার করেন বা আপনার কত টাকা সম্পত্তি, তা কখনওই জানাবেন না অন্যদের।


প্রত্যেকের জীবনেই এক জন করে গুরু বা প্রথপ্রদর্শক থাকেন। তিনি আপনাকে কী পরামর্শ দিয়েছেন তা অন্যকে বলবেন না।


পরিবারে বা আত্মীয়দের সঙ্গে কী চলছে তা কখনওই বাইরের লোকের কাছে প্রকাশ করবেন না।


ভিক্ষুককে কত টাকা দান করছেন তা গোপনে রাখুন।


আপনার বয়স কত, তা পেশাগত জায়গায় জানান। কিন্তু সবার কাছে তা প্রকাশ করবেন না।


নিজের যৌন জীবনের কথা অন্যদের বলবেন না।


কী অসুখে আপনি ভুগছেন তা-ও গোপ রাখুন।