মজার ধাঁধা সমগ্র - ৪৩তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer August 14, 2018 920
মজার ধাঁধা সমগ্র - ৪৩তম পর্ব

১. ‘কাঁচাতে মানিক ফল


সর্বলোকে খায়,


পাকিলে মানিক ফল


কিন্তু গড়াগড়ি যায়।’


উত্তরঃ ডুমুর


২. ‘আগা ঝন ঝন


গোড়া মোটা,


যে না পারিবে


সে যে বোকা।’


উত্তরঃ ঝাড়ু


৩. ‘এখানে আছে সেখানে আছে,


শরীর আছে মুখ আছে।


মুখ দিয়ে কাগজ ফুটাই,


তারপর কাগজে থেকে যাই।’


উত্তরঃ আলপিন


৪. ‘কোন সে সরস ফল বলো দেখি ভাই,


ফেলি তার অর্ধভাগ, অর্ধাংশ খাই।


টক মিষ্টি স্বাদ তার চোখ অগণন,


দেশের সস্তা ফল নাম বল এখন।’


উত্তরঃ আনারস