মজার ধাঁধা সমগ্র - ৩৬তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer August 6, 2018 1,005
মজার ধাঁধা সমগ্র - ৩৬তম পর্ব

১. ‘কোন সে প্রাণি


ছয় পায়ে হাঁটে,


দেখি যেথায়-সেথায়


পথে এবং ঘাটে।’


উত্তর: পিঁপড়া


২. ‘প্রেমের প্রতীক এক,


পাঁচ বর্ণের নাম।


তিন বর্ণ ছেড়ে দিলে


অনেক তার দাম।’


উত্তর: তাজমহল


৩. ‘কোন টেবিলে পায়া থাকে না? ঝুলে থাকে দাঁড়ায় না।’


উত্তর : টাইম টেবিল


৪. ‘কাসারির সারি ছেড়ে


পাঠার ছেড়ে পা,


লবঙ্গের বঙ্গ ছেড়ে


পেড়ে আনো তা।’


উত্তর : কাঁঠাল