ফেলপসের ২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙল দশ বছরের শিশু

অনান্য খেলা August 2, 2018 2,954
ফেলপসের ২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙল দশ বছরের শিশু

মাইকেল ফেলপস রেকর্ডটা যতদিন অক্ষত রেখেছিলেন, তার অর্ধেক বয়সও নয় ক্লার্ক কেন্ট আপুয়াদার। অথচ ১০ বছর বয়সি এই বালকই মার্কিন কিংবদন্তির ২৩ বছরের রেকর্ড ভেঙে হইচই ফেলে দিয়েছে।


ক্যালিফোর্নিয়ার মোরগায় বুধবার ফার ওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট জিততে ক্লার্ক সময় নিয়েছে ১ মিনিট ৯ দশমিক ৩৮ সেকেন্ড।


১৯৯৫ সালে এই ইভেন্ট ১ মিনিট ১০ দশমিক ৪৮ সেকেন্ড সময়ে শেষ করে রেকর্ড গড়েছিলেন ফেলপস। তার চেয়ে ১ সেকেন্ডের কিছু বেশি সময় কম নিয়ে নতুন রেকর্ড গড়ল ক্লার্ক।


ফেলপস অনেকের কাছেই সাঁতারের শেষ কথা। মার্কিন এই কিংবদন্তি সাঁতারু শুধু অলিম্পিক পদকই জিতেছেন ২৮টি। সেখানে ক্লার্ক প্রতিযোগিতামূলক সাঁতারে অংশ নিচ্ছে কেবল চার বছর হলো। যাকে ডাকা হচ্ছে ‘সুপারম্যান’ নামে।


তথ্যসূত্র : সিএনএন ডটকম।