স্বামীর কাছ থেকে প্রেরণা

পাঁচমিশালী কৌতুক June 21, 2018 3,374
স্বামীর কাছ থেকে প্রেরণা

সাংবাদিক : নির্বাচনে দাঁড়ানোর প্রেরণা আপনি কার থেকে পেলেন?


মহিলা প্রার্থী : আমার স্বামীর কাছ থেকে।


সাংবাদিক : সেটা কিভাবে? যদি একটু বুঝিয়ে বলেন।


মহিলা প্রার্থী : এতে বোঝাবুঝির আর কী আছে? যতবার আমি ওর সঙ্গে লড়েছি, আমিই জিতেছি!