বাণীপৃথিবীর সবকিছুই সম্পদ। এই পার্থিব সম্পদের মধ্যে উৎকৃষ্ট সম্পদ হল সাধ্বী স্ত্রী। -আল-হাদিস
তোমার স্ত্রীর প্রতি তোমার এতটা অধিকার আছে যে যেরূপ সুন্দর সুগন্ধ আঘ্রাণ করিয়া সুখী হও, সেইরূপ তাহার সহিত বাস করিয়া তাহার সৌন্দর্য ও সঙ্গসুখ ভোগ করো। তাহাকে তোমার দাসী ও গৃহরক্ষিকা করিবার তোমার অধিকার নাই। - হযরত আলি (রাঃ)
ভাগ্যবান সেই ব্যক্তি যার রয়েছে সতীসাধ্বী স্ত্রী। কারণ তার আয়ু দিগুণ বর্ধিত হবে। সতীসাধ্বী স্ত্রী তার দয়িতকে দেয় আনন্দ এবং সে তার আয়ুস্কাল শান্তিতে সম্পূর্ণ করে। উত্তম স্ত্রী হচ্ছে একটি উৎকৃষ্ট ঔষুধ। -বাইবেল
সকল অশান্তির বাড়া হল দাম্পত্য অশান্তি। -প্লুটাস
উপদেশ শ্রবণ করো - মন দিয়ে