মৃত্যুর আগে কিউ নামের এক চীনা নাগরিকের শেষ ইচ্ছা ছিল-প্রিয় গাড়ির সঙ্গে যেন তাকে কবর দেওয়া হয়। তার এই শেষ ইচ্ছা পূরণ করা হয়েছে।
তার প্রিয় গাড়িটিকে কফিন বানিয়ে তাকে কবর দেওয়া হয়। শুধু তাই নয়, গাড়ির সঙ্গে কবর দেওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে। ভিডিওটি ইউটিউবে ভাইরাল হয়েছে।
জানা গেছে, কিউ ছিলেন চীনের হেবেই প্রদেশের বাসিন্দা। ছোটবেলা থেকেই গাড়ির শখ ছিল তার। সিলভার-গ্রে রঙের একটি সেডান গাড়ি বহু বছর ধরে ব্যবহার করতেন তিনি।
দীর্ঘদিনের সাহচর্যে ভীষণ ভালোবেসে ফেলেছিলেন গাড়িটিকে। জীবন ফুরালেও গাড়িটাকে হারাতে চাননি তিনি।
আর তাই, পরিবারের কাছে অনুরোধ করেছিলেন, মৃত্যুর পর তাকে যেন ওই গাড়িতেই কবর দেওয়া হয়।
গত সোমবার কিউয়ের শেষ ইচ্ছা পূরণ করেছে তার পরিবার। বড় একটি গর্ত খোঁড়া হয় যা ছিল গাড়ির মাপের। গাড়িটার ভেতরে শোওয়ানো হয় কিউকে। ক্রেনের সাহায্যে আস্তে আস্তে গর্তের ভেতরে গাড়িসহ কবর দেওয়া হয় তাকে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট