বাণী-বচন : ৩১ মে ২০১৮

স্মরণীয় উক্তি May 31, 2018 1,925
বাণী-বচন : ৩১ মে ২০১৮

* পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে একবারে পথে বসিয়ে নয়। - এডওয়ার্ড ইয়ং


* বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না। - হেনরি ওয়ার্ড বিশার


* বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। - ডিকেন্স


• বচন


মারি ত গণ্ডার

লুটি ত ভাণ্ডার।


অর্থ : বড় ধরনের কাজ করাই শ্রেয়-এ কথা বোঝাতে বলা হয়।