সংযমটা পরিপূর্ণ হবে

পাঁচমিশালী কৌতুক May 24, 2018 2,284
সংযমটা পরিপূর্ণ হবে

শীর্ষ এক ব্যবসায়ীর সাক্ষাত্কার


সাংবাদিক : রোজার মাসে সব পণ্যের দাম বাড়ান কেন?


ব্যবসায়ী : আরে ভাই, বোঝেন না কেন? দাম বাড়লে মানুষ কেনাকাটা কম করবে। এতে সংযমটা পরিপূর্ণ হবে।