ছেড়া-ফাটা জিন্স ব্যবসায়ী ফজলু সকালবেলা থানায় হাজির-
ডিউটি অফিসার : সকাল সকাল থানায় কেন আসছেন ভাই?
ফজলু : আমার বউয়ের বিরুদ্ধে সেফারেশন কেস দেব। গত ৫ বছর ধরে বউয়ের সঙ্গে আমার কোনো কথা হয় না।
ডিউটি অফিসার : বাচ্চা-কাচ্চা কয়টা?
ফজলু : ২টা ছেলে! বড় ছেলে ৪ আর ছোটটা ২ বছর!
ডিউটি অফিসার : কী বলেন! একটু আগেই বললেন, ৫ বছর ধরে কথা হয় না! তাইলে কিভাবে কি ভাই?
ফজলু : কী যে বলেন স্যার! বাচ্চা হওয়ার জন্য কি কথা বলতে হয় নাকি!