ইংরেজি শিক্ষার আসর - ৬৯তম পর্ব

অনলাইনে পড়াশোনা May 16, 2018 1,134
ইংরেজি শিক্ষার আসর - ৬৯তম পর্ব

সময় নষ্ট করো না।

-Do not waste your time.


• অন্যের বস্তু চুরি করো না।

- Do not steal anything of others.


• নিজের ভারসাম্য হারিও না।

- Do not lose your temper.


• অলস বসে থেকো না।

- Do not sit idle.


• ফুল ছিঁড়ো না

- Do not pluck (প্লাক) flowers.


• মেঝেতে থুথু ফেলিও না।

- Do not spit on the floor.


• কাজ করতে করতে ঢুলো না।

- Do not doze while you work.