কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয় যেসব কারণে

সাস্থ্যকথা/হেলথ-টিপস May 7, 2018 1,071
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয় যেসব কারণে

কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই অপরিকল্পিত ডায়েট, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে এই সমস্যা বংশানুক্রমিক। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্যের সমস্যার পেছনে লুকিয়ে থাকা কারণগুলি। কোষ্ঠকাঠিন্যের কারণ-


১। পানি কম খেলে।


২। ফাইবার বা আঁশজাতীয় খাবার, শাকসবজি ও ফলমূল কম খেলে।


৩। মস্তিষ্কে টিউমার হলে এবং মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে।


৪। কায়িক পরিশ্রম, হাঁটা-চলা বা শরীরচর্চা একেবারেই না করলে।


৫। অত্যাধিক দুশ্চিন্তা বা অবসাদের ফলে।


৬। অন্ত্রনালীতে ক্যান্সার হলে।


৭। দীর্ঘদিন কোনও অসুস্থতার কারণে বিছানায় শুয়ে থাকলে।


৮। ডায়াবেটিস হলে।


৯। দুগ্ধজাত খাদ্য যেমন, ছানা, পনির ইত্যাদি অত্যাধিক পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে অনেকের।


১০। বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেও কখনও সখনও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। যেমন,


১১। ব্যথার ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, খিঁচুনির ওষুধ সেবনের ফলেও এই সমস্যা শরীরে বাসা বাঁধতে পারে।


১২। যে সব ওষুধের মধ্যে আয়রন, ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়ামজাতীয় খনিজ পদার্থ থাকে তা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে দিতে পারে।


১৩। স্নায়ু বা হরমোনের বিভিন্ন ধরনের সমস্যার জন্যও কোষ্ঠকাঠিন্য হতে পারে।