রোগী মাথায় আঘাত পেয়েছেন কিন্তু চিকিৎসক পায়ে সার্জারি করে দিয়েছেন। এমনই এক ঘটনা শোরগোল ফেলেছে।ভারতের রাজধানী দিল্লির একটি ট্রমা সেন্টারে ঘটেছে এমন ঘটনা। এর আগেও এমন বহু ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গেছে চিকিৎসক রোগীর অপারেশন করার সময় ভুলে হাত ঘড়ি, গজ, এমনকি ছুরি কাঁচি পর্যন্ত পেটে রেখে দিয়েই পেট সেলাই করে দিয়েছেন।
কিন্তু এই রকম ঘটনা নজির বিহীন যেখানে চিকিৎসক মাথার চিকিৎসা করতে গিয়ে পায়ের অপারেশন করে দিয়েছেন। জানা গেছে, সেই ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন অসুস্থ বিজেন্দ্র ত্যাগী। একটি দুর্ঘটনায় তার মাথায় ও মুখে সামান্য চোট লাগে। তাই চিকিৎসা করাতে সেই ব্যক্তিকে ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়।
সেখানেই সার্জন তার মাথার চিকিৎসা না করে পায়ের অস্ত্রোপচার করে দিয়েছেন। এই মারাত্মক ভুল নাকি হয়েছে একই নামের দুজন রোগী ভর্তি থাকার জন্য। সেই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, “সেই রোগীর অভিযোগের ভিত্তিতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।