মাটিতে বসে খাওয়ার উপকারিতা অনেক, জানেন তো?

লাইফ স্টাইল April 23, 2018 2,136
মাটিতে বসে খাওয়ার উপকারিতা অনেক, জানেন তো?

ডাইনিং টেবিলের কারণে মাটিতে বসে খাওয়ার চল প্রায় উঠেই গেছে। কিন্তু ভারতীয় উপমহাদেশের প্রাচীন এই রীতিতে খাবার খেলে পাওয়া যাবে অনেক শারীরিক ও মানসিক উপকারিতা। জেনে নিন সেসব সম্পর্কে।


১. মাটিতে বসে যেভাবে খাওয়া হয়, সেটিকে যোগব্যায়ামের ভাষায় বলা হয় সুখাসন। এই সুখাসনের উপকারিতা অনেক।


২. মাটিতে সুখাসনে বসে খাবার খেলে মেদ বৃদ্ধি, বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের মতো পেট সংক্রান্ত সমস্যা এড়ানো যায়।


৩. সুখাসনে বসলে পায়ের শক্তি বৃদ্ধি হয়।


৪. এই আসনে বসলে মানসিক চাপ কমে, মনে ইতিবাচক চিন্তাভাবনার প্রভাব বৃদ্ধি পায়।


৫. সুখাসনে বসলে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। যার ফলে শরীরে অতিরিক্ত এনার্জি পাওয়া যায়।


৬. সুখাসনে বসে খাবার খেলে আলস্য দূর হয়। মাংস পেশিতে খিঁচ ধরা কমে।


৭. এই আসনটিতে বসে খাবার খেলে মেরুদণ্ডের নীচের অংশে জোর পড়ে। এর ফলে শরীরে আরাম অনুভূত হয়।


সূত্র : এবেলা