ইংরেজি শিক্ষার আসর - ৬০তম পর্ব

অনলাইনে পড়াশোনা April 13, 2018 1,724
ইংরেজি শিক্ষার আসর - ৬০তম পর্ব

আসুন কিছু অঙ্গ প্রত্যঙ্গের ইংরেজী শব্দের অর্থ শিখি।

..............................................................


Body (বডি)-শরীর।


head (হেড্)-মাথা।


hair (হেয়ার)-চুল।


pupil (পিউপল)- চোখের তারা।


nose (নোউজ)-নাক।


face (ফেইস্)-মুখ।


cheek (চীক)-গাল।


limb (লিম্)-অঙ্গপ্রত্যঙ্গ।


forehead (ফরিড্)-কপাল।


eye (আই)-চোখ।


ear ইয়ার - কান।


nostril নসট্রিল- নাকের ছিদ্র।


chin চিন- থুতনি।


throat থ্রোট-গলা।


neck নেক্-ঘাড়।


tongue টাঙ্-জিভ।


mustache মুস্ট্যাস-গোঁফ।


arm আর্ম -বাহু।


elbow এলবো- কনুই।


toe টো -পায়ের আঙুল।