অটিস্টিক ছেলেকে সমকামী ভেবে প্রেমিকাকে দিয়ে ধর্ষণ

সাধারন অন্যরকম খবর March 30, 2018 3,075
অটিস্টিক ছেলেকে সমকামী ভেবে প্রেমিকাকে দিয়ে ধর্ষণ

ছেলেকে সমকামী ভেবে এক বাবা এবং তার প্রেমিকা মিলে ১১ বছরের এক অটিস্টিক শিশুকে ধর্ষণ করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক আদালতের শুনানিতে এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাবামায় এই অপরাধে সিয়ান কোলি এবং খাদিজা মুরিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


মামলার আইনজীবী বলেন, বাবা এবং ছেলে একই সঙ্গে বাস করতেন। একদিন বাচ্চাটিকে অন্য একটি ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন বলে জানিয়েছেন তারা। এরপর বাবা সিয়ান কোলি তার প্রেমিকা খাদিজা মুরিকে বাচ্চাটির সঙ্গে যৌন মিলন করতে বলেন। তারা বাচ্চাটিকে মুরির সঙ্গে যৌন মিলন করতে বাধ্য করেন।


এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যটর্নি টিম দৌতিত বলেন, বাচ্চাটির বাবা তার সন্তানের বিষয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন কারণ তিনি মনে করেছিলেন তার সন্তান হয়তো সমকামী কিংবা সমকামী হয়ে যাচ্ছে। সন্তানের প্রতি ওই বাবার কোনো ধরনের যৌন কামনা রয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।


ওই ঘটনার কিছুদিন পর বাচ্চাটি তার মায়ের কাছে গেলে যৌনতা নিয়ে কথার এক পর্যায়ে বিষয়টি তার মাকে জানায়। তখন বাচ্চাটির মা স্থানীয় পুলিশে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।